লাইফ টক

ফের দামোদরে তলিয়ে মৃত্যু হল এক ছাত্রের, একদিন পর উদ্ধার দেহ, শোক

ফোকাস বেঙ্গল ডেস্ক, খণ্ডঘোষ: ফের বন্ধুদের সঙ্গে দামোদরের চরে বেড়াতে গিয়ে নদের জলে তলিয়ে মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষ থানার গৈতানপুর চরমানা এলাকায় দামোদরে। মৃত ছাত্রের নাম সৌরশুভ্র সাঁই(১৯)। বাড়ি বর্ধমান শহরের কালনাগেট জামতলা এলাকায়। ঘটনার পর থেকে খণ্ডঘোষ থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ডুবে যাওয়া ছাত্রটির খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। অবশেষে শনিবার দুপুরে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়।

মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে আটজন বন্ধু মিলে বাইকে করে গৈতানপুর চরমানা এলাকায় দামদরের ধারে বেড়াতে গিয়েছিল। সেখানেই দামদরের জলে নেমে ছিল সৌরশুভ্র। দামদরের জল অনেক বেশি থাকায় তলিয়ে যায় সে। খবর পেয়ে খণ্ডঘোষ থানায় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের কর্মীরা উদ্ধার কার্যে নামেন। স্পিডবোট ও ডুবুরি নামানো হয়। শুক্রবার গভীররাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও দেহ উদ্ধার করা যায়নি। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে সদরঘাটের দিক দামোদর থেকে তার দেহ উদ্ধার হয়। দেহটি এদিন ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

মৃতের বাবা উত্তম কুমার সাঁই জানান,” বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছিল। তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল।” পুলিশ জানিয়েছে, দেহটি ময়না তদন্তের জন্য বার্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

Recent Posts