---Advertisement---

খন্ডঘোষে স্কুল যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, জখম এক কিশোরী, অবরোধ, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: স্কুল যাবার পথে চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত হয়েছেন অপর এক কিশোরী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খন্ডঘোষ থানার মেটেডাঙ্গা এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম শেখ সামিম আক্তার(১৪)। তার বাড়ি খন্ডঘোষের মেটেডাঙ্গায়। আহত হয়েছেন তেরো বছরের নাজিমা পারভিন। তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুজন সম্পর্কে খুড়তুতো ভাই বোন।

বিজ্ঞাপন

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে হেঁটে স্কুল যাওয়ার সময় তাদের একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম দুই কিশোর কিশোরীকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা বর্ধমান মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক কিশোর শেখ শামীম আক্তার কে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এই দুর্ঘটনার পরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। গাছের গুঁড়ি ফেলে বর্ধমান বাঁকুড়া রোড অবরোধ করে দেয় স্থানীয়রা। প্রায় দু ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

See also  স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত নয় – বর্ধমানে নতুন কমিটি গঠন করে নজরদারী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---