ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দূরপাল্লার যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় রবিবার গভীর রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের নবাবহাটের কাছে ১৯নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতা থেকে দুমকাগামী একটি দূরপাল্লার বাস রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বর্ধমানের নবাবহাট এলাকার কাছে দুর্গাপুরমুখী জাতীয় সড়কের উপর একটি বেসরকারি হাসপাতালের সামনে স্টপেজ দিলে কোনোভাবে বাসটির টায়ার ফেটে যায়। সেইসময় বাসের যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন।
প্রত্যক্ষদর্শী এলাকার কিছু মানুষ জানিয়েছেন, বাসের চালক বিষয়টি দ্রুত বুঝতে পেরে বাসের যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে দেন। ফলে বাসটি আগুনে সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। বরং তাড়াহুড়োর মধ্যে বাসের মধ্যে থাকা যাত্রীদের সমস্ত মালপত্র বের করতে না পারায় সেইসমস্ত সামগ্রী আগুনে পুড়ে গেছে বলেই জানা গেছে। বাসে আগুন লাগার সাথে সাথেই রাস্তার পাশে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক, চিকিৎসা কর্মীরা ছুটে আসেন। তারাই যাত্রীদের বাসটি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। খবর দেওয়া হয় দমকলে।
দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসটি এবং বাসের ভিতরে থাকা যাত্রীদের যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, বাসের যাত্রীদের মধ্যে অনেকেই কলকাতা থেকে ব্যবসার জন্য লক্ষাধিক টাকার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছিলেন। আগুনে সব শেষ হয়ে গেছে।
দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রী স্মৃতি কুমারী বলেন, তিনি ব্যবসা করেন। কলকাতা থেকে জিনিষপত্র কিনে তিনি ভাগলপুর ফিরছিলেন। সব জিনিষপত্র পুড়ে গেছে। তাঁর দাবি, প্রায় দেড় লক্ষ টাকার জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অপর এক যাত্রী রিতেশ জসওয়াল বলেন, তিনি মোবাইলের ব্যবসা করেন। মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ কিনে তিনি মুঙ্গের ফিরছিলেন। তারও প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুণ লাগার পর অনেকেই ভোরের দিকে অন্য বাস বা ট্রেনে করে নিজেদের গন্তব্যে ফিরেছেন।