ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: যাত্রীবাহী বাসের সঙ্গে বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ মোট ১৪ জন গুরুতর জখম হয়েছে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জৌগ্রাম জামালপুর রোডের পর্বতপুর এলাকায়। আহতদের সকলকে জামালপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, জৌগ্রাম জামালপুর রোডে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। যাত্রী নিয়ে বাসটি জৌগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে পর্বতপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। উল্টোদিক থেকে একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাসটি। যাত্রীদের অনেকে জানিয়েছেন, দ্রুতগতিতে বাসটি যাচ্ছিলো। চালক মোবাইল ফোনে কথা বলছিলো। আচমকা একটি বাঁকের মুখে হর্ন না বাজিয়ে উল্টোদিক থেকে একটি বালি বোঝাই লরি সামনে চলে আসায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুখোমুখি ধাক্কা মারে লরিটিতে। স্থানীয় বাসিন্দা মণিশঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ’বালির লরিটি খুব ধীর গতিতে আসছিল, কিন্তু যাত্রী বোঝাই বাসটি অতি দ্রুত গতিতে আসছিল। চালকের অসতর্কতায় বাঁকের মুখে নিয়ন্ত্রণ রাখতে না পেরে লরিটি তে ধাক্কা মারে। ’
এই ঘটনায় বাসের মধ্যে থাকা এক শিশু সহ মোট ১৪ জন গুরুতর জখম হয়। ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় বাসের সামনে অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসের সামনের দিকে বসে থাকা যাত্রীরাই বেশি আহত হয়েছেন বলে যাত্রীদের অনেকে জানিয়েছেন। পুলিশ ঘাতক বাসটি কে আটক করেছে। চালক ও খালাসী পলাতক।