---Advertisement---

বান্ধবীকে বসিয়েই টোটোয় চোলাই পাচার! গ্রেপ্তার টোটো চালক চোলাই কারবারি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: টোটোয় বান্ধবীকে নিয়ে গল্প করতে করতে চোলাই সাপ্লাই করতে যাওয়ার পথে শক্তিগড় থানার পুলিশের হাতে ধরা পড়ল কারবারি। আটক করা হয়েছে দু’টি জার ভর্তি প্রায় ৪০লিটার চোলাই সহ টোটো টিকেও। ধৃত চোলাই কারবারির নাম আকাশ মন্ডল। বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা। বর্তমানে বর্ধমানের বিজয়রাম এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতকে শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বর্ধমান ২ব্লকের গঞ্জ এলাকায় টহলদারির সময় কর্তব্যরত পুলিশ একটি টোটো কে দেখে সন্দেহ হওয়ায় সেটিকে আটকে তল্লাশি করে। তখনই টোটোর মধ্যে রাখা দু’টি জারে চোলাই নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পারে পুলিশ। যার পরিমাণ প্রায় ৪০লিটার। অভিযুক্ত আকাশ মন্ডল কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বর্ধমানের বিজয়রাম এলাকা থেকে গঞ্জ এলাকায় চোলাই সরবরাহ করতে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। এরপরই পুলিশ অভিযুক্ত আকাশ মন্ডল কে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, টোটো টিকে আটক করার সময় টোটোয় একজন মহিলা যাত্রী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলার সঙ্গে টোটো চালক আকাশের পরিচয় আছে বলে জানতে পারলেও চোলাই কারবারের সঙ্গে কোন সম্মন্ধ খুঁজে না পাওয়ায় মহিলা কে ছেড়ে দেওয়া হয়। বেআইনি ভাবে চোলাই মদ পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত আকাশ মন্ডল কে।

See also  বর্ধমানে ভেজাল স্যানটিজার বিক্রির বিরুদ্ধে অভিযান, আটক ৩০০লিটার স্যানিটাইজার, গ্রেফতার ৪
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---