পশ্চিমবঙ্গ

বর্ধমানে লরির ধাক্কায় মৃত এক মহিলা সহ বাইক চালক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রতিবেশী এক মহিলাকে বাইকে চাপিয়ে বর্ধমানে আসার পথে  কৃষক সেতুর উপরে পিছন থেকে আসা লরির ধাক্কায় মৃত্যু হল দুজনের। ঘটনাস্থলেই মারা যান অসীম কিসকু (২৩)। গুরুতর আহত অবস্থায় মহিলা কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণ পরে তিনিও মারা যান।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বাগলি কিসকু(৪০) ।  দুজনেই জামালপুর থানার জামদো গ্রামে বাসিন্দা। দুর্ঘটনার পরই লরি ফেলে পালিয়ে যায় চালক। ডিসিপি রাকেশ চৌধুরী বলেন,’ সদরঘাটে দুর্ঘটনার ঘটনায় লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্ঘটনার পর সাময়িক যানজট হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

Advertisement