পশ্চিমবঙ্গ

৪০লিটার চোলাই সহ বর্ধমানে এক মহিলা গ্রেপ্তার

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ অভিযান চালিয়ে শহরের মালির বাগান, ক্যানেলপাড় এলাকা থেকে ৪০লিটার চোলাই মদ সহ এক মহিলা কে গ্রেপ্তার করেছে। ধৃত মহিলার নাম পাপিয়া বিবি। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। বিচারক আসামিকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা দীর্ঘদিন ধরে এই এলাকায় চোলাই মদ তৈরি ও সরবরাহ করতো। সূত্র মারফৎ সেই খবর বর্ধমান থানার পুলিশের কাছে আসার পরেই এদিন অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় মহিলা মদ কারবারি কে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০লিটার চোলাই মদ।

Advertisement