জঙ্গলে ছাতু কুড়োতে গিয়ে হিংস্র জন্তুর আক্রমণে গুরুতর জখম মহিলা, আতঙ্ক এলাকায়

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: দিনের আলোয় জঙ্গলে ছাতু ( মাসরুম) কুড়োতে গিয়ে হিংস্র জন্তুর হানায় গুরুতর জখম হলেন এক মহিলা। জখম মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তালডাংড়া গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবী ওই মহিলার উপর হামলা চালিয়েছে একটি হায়না। যদিও বন দফতরের দাবী একটি আহত শেয়ালের হানাতে জখম হয়েছেন ওই মহিলা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকাল ৯ টা নাগাদ বাঁকুড়ার তালডাংরা রেঞ্জের ফকিরডাঙ্গার জঙ্গলে মাসরুম কুড়োতে যান স্থানীয় বাসিন্দা বছর ষাটেকের আরতি লায়েক। সে সময় জঙ্গলের ভেতর তার উপর হামলা চালায় একটি হিংস্র জন্তু। জন্তুটির নখ ও দাঁতের আঘাতে মহিলা ক্ষত বিক্ষত অবস্থায় মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে স্থানীয় পথ চলতি মানুষ জঙ্গলে গেলে জন্তুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এরপর আহত আরতি লায়েককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর থাকায় পরে তাঁকে রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। এদিকে এই আক্রমণের ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা যে জন্তুটি এভাবে আক্রমণ চালিয়েছে সেটি আসলে হায়না।

কেন্দ্রীয় চক্রের মুখ্য বনোপাল এস কুলানডাইভেল জানিয়েছেন, মহিলাকে আক্রমণকারী জন্তুটি আসলে একটি ভারতীয় প্রজাতির শেয়াল। শেয়ালটির শরীরে আঘাত থাকায় যন্ত্রণায় এইভাবে মানুষের উপর আক্রমণ চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে আঘাতপ্রাপ্ত শেয়াল টি মারা গেছে। শুক্রবার সেটির পোস্ট মর্টেম করানো হয়েছে। এখন আমাদের চিন্তা আহত মহিলা কে নিয়ে। ওনার চিকিৎসার জন্য সবরকম সহযোগিতা বন দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে।

আরো পড়ুন