ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার সাত সকালে লরির ধাক্কায় মারা গেলেন এক মহিলা শ্রমিক। দুর্ঘটনায় গুরুতর জখম আরো দুই মহিলা কে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল থেকে তেলিপুকুর থেকে সদরঘাটের দিকে যাওয়ার পথে ইডেন ক্যানেল ব্রিজের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সংস্কারের কাজ চলছে রাতের দিকে।
এই কাজে নিযুক্ত তিনজন মহিলা শ্রমিক ভোরের দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। একটি লরি আরেকটি লরির পিছনে ধাক্কা মারলে সামনের লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত মহিলার নাম সুকুরমনি হেমরম, বয়স ৪৮ বছর। বাড়ি সদরঘাটের কাছে সুকান্ত পল্লী এলাকায়।
একই সঙ্গে আরো দুই মহিলা যাদের নাম প্রতিমা মাঝি, বয়স ৫০ ও রুপসোনা বিবি, বয়স ৪০ দুজনে গুরুতর জখম হয়। পুলিশ মৃত মহিলা কে উদ্ধারের পাশাপাশি আহত দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার মৃত শুকুরমনি হেমব্রমের ময়নাতদন্ত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।