ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বছর ২৯-এর ঐ যুবকের নাম লছমন তুড়ি। জানা গেছে, পেশায় একজন গাড়ি চালক ছিলেন তিনি। রবিবার হাওড়া-বর্ধমান মেন লাইন শাখার রসুলপুর ও পালসিট স্টেশনের মাঝে ৪১ নম্বর রেলগেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

মৃতের পরিবার সুত্রে জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরে লছমন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই মত চিকিৎসা চলছিল তার। কিন্তু কি কারনে মন খারাপ ছিল তা কখনও বাড়িতে জানান নি তিনি। মৃত লছমনের বাড়ি হুলির মগরা থানার ফতেপুর এলাকায়। বেশ কয়েক বছর ধরে সে মেমারিতে মায়েরকোল এলাকায় শ্বশুরবাড়ি তে থেকে স্থানীয় একটি গাড়ি চালক হিসেবে কাজ করেছিলেন।

প্রতিদিনের মত রবিবার সকালেও কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় লছমন। এরপর পালসিট ও রসুলপুরের মাঝে রেললাইন থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বর্ধমান জিআরপি। বর্ধমান জিআরপি সুত্রে খবর, মৃতদেহের পাশে রেললাইন থেকে উদ্ধার হওয়া আঁধার কার্ড থেকে তার পরিচয় জানতে পারা যায়। এরপর খবর দেওয়া হয় তার পরিবারে। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জি আর পি সূত্রে জানতে পারা গেছে।

আরো পড়ুন