ক্রাইম

বর্ধমানে রাইস প্রো-টেক এক্সপো মেলার কাঠামো খোলার সময় ক্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের আলমগঞ্জে কল্পতরু মাঠে তিনদিন ধরে চলা আন্তর্জাতিক রাইস মিল মেশিনারীর প্রদর্শনীর  শেষে মেলার কাঠামো খোলার কাজ চলাকালীন একটি হাইড্রা ক্রেন চালকের অসাবধানতায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম ফাল্গুনী চ্যাটার্জী (৩২)। বাড়ি গুসকরায়। তিনি এই মেলায় একটি কোম্পানির হয়ে ইলেকট্রিক মেকানিকের কাজের দায়িত্বে ছিলেন।

জানাগেছে, সোমবার দুপুরে তিনি কল্পতরু মাঠের ভিতর দাড়িয়ে কাজের তদারকি করছিলেন। ফোনে কথা বলছিলেন। সেই সময় মেলায় বিভিন্ন কোম্পানির তৈরি করা স্টলের কাঠামো খোলার কাজ চলছিল। সেই কাজের জন্য একটি হাইড্রা ক্রেন কাজ করছিলো। অভিযোগ, ক্রেনে কোনো খালাসী ছিল না। চালক একাই নিয়ন্ত্রণ করছিল এই ক্রেন। মেলা প্রাঙ্গনেও বিশেষ লোকজন ছিল না। শুধু মালপত্র খোলার কাজে নিযুক্ত কিছু শ্রমিক সেখানে কাজ করছিলেন। এই সময় ক্রেন চালক দাঁড়িয়ে থাকা ফাল্গুনী চ্যাটার্জী কে দেখতে না পেয়ে তার উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয় বলে অভিযোগ। বেশ কিছুটা ছেঁচড়ে নিয়েও যায় ওই যুবক কে।

ঘটনার পরই আসপাশ থেকে শ্রমিকরা ছুটে আসেন। চাকার তলা থেকে বের করা হয় ফাল্গুনীর দেহ। কিন্তু মেলা মাঠে কোনো অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য চরম সমস্যায় পড়েন স্থানীয়রা। কোনোভাবে একটি ছোট গাড়ির ব্যবস্থা করে প্রায় আধ ঘন্টা পর ফাল্গুনী চ্যাটার্জী কে নিয়ে যাওয়া হয় সরাসরি অনাময় হাসপাতালে। সেখানেই চিকিৎসক ফাল্গুনী চ্যাটার্জী কে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে মেলায় কর্মরত শ্রমিক ও উদ্যোক্তাদের মধ্যে।

এদিকে অনেকেই অভিযোগ করেছেন, কোটি কোটি টাকা খরচ করে দেশি বিদেশি কোম্পানীদের নিয়ে এসে তিন দিন ধরে মেলার আয়োজন করা হল, কিন্তু যেই মেলা শেষ হয়ে গেলো কর্মীদের নিরাপত্তার জন্য আর কোনো ব্যবস্থাই রাখেনি উদ্যোক্তা থেকে ইভেন্ট অর্গানাইজাররা। এদিকে মেলায় নিয়ে আসা ভারী ভারী মেশিন ফের খুলে সেইসব গাড়িতে করে নিয়ে যাওয়ার কাজ চলছে। স্বাভাবিকভাবেই এই ধরনের কাজ করতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার কবলে যেকেউ পড়তেই পারেন এই ভেবে উচিত ছিল মেলা প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা বলেই দাবি করেছেন শ্রমিকদের একাংশ।

Recent Posts