কই মাছ ধরতে গিয়ে গলায় কই মাছ আটকে যুবকের মৃত্যু

Souris  Dey

Souris Dey

কুণাল চট্টোপাধ্যায়, জামালপুর: বর্ষার জমা জলে কই মাছ ধরতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকায়। মৃত ওই যুবকের নাম সাগর রায়, বয়স ৩৫ বছর। গতকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে এলাকায়, ফলে বিভিন্ন জায়গায় পুকুর, ডোবা উপচে জল মাঠে চলে এসেছে। অনেকেই এই সুযোগে মাছ ধরতে নেমে পড়েছে।

বিজ্ঞাপন

সাগর রায়ও এদিন বৃষ্টির মধ্যে মাছের সন্ধানে নামে। সেই সময় দুটি কই মাছ ধরেও ফেলে সে। তারপর আবার একটি কই মাছ পেলে একটি মাছকে সে মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে রাখে আর দুটি মাছ দুই হাতে থাকে। কিন্তু সেইসমই ঘটে যায় মারাত্বক বিপত্তি। মুখের মধ্যে থাকা মাছটি পিছলে ঢুকে যায় শ্বাসনালীতে। মাছ আটকে যায় শ্বাসনালীতে। সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেলে দেহ পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ। এদিকে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

আরো পড়ুন