লাইফ টক

ফারাক্কায় প্ল্যান্টের কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু খন্ডঘোষের যুবকের, শোক

ফোকাস বেঙ্গল ডেস্ক,ফারাক্কা ও পূর্ব বর্ধমান: মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসির পাওয়ার প্ল্যান্টের টার্বাইনে কাজ করার সময় আপার হেড ক্রেনের হুক ছিঁড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক শাটডাউন বিভাগের ঠিকা শ্রমিকের। মৃত ঠিকা শ্রমিকের নাম আসাদুল শেখ (বয়স আনুমানিক ২৫), বাড়ি পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার শাখারী এক নম্বর পঞ্চায়েতের   ছাতিমপুর এলাকায় বলে জানা গেছে। 

সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর নাগাদ এনটিপিসি পাওয়ার প্লান্টের ভিতরে চার নম্বর ইউনিটের টারবাইনে শাটডাউনের কাজ করার সময় আপার হেড ক্রেনের একটি হুক হটাৎ ছিঁড়ে যায়। আর সেই হুক উপর থেকে সোজা এসে সেই শাটডাউনের ঠিকা শ্রমিকের উপর পরে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ঠিকা শ্রমিকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এনটিপির অধিকারীকরা। মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকে ভেঙে পড়েন ইউনিটের কর্মরত সমস্ত কর্মীরা। খবর দেওয়া হয় মৃতের পরিবারকে।

পরিবার সূত্রে জানা গেছে, আসাদুল একটি কোম্পানির অধীনে কাজ করতো। বছর খানেক হল বিয়েও করেছে। বাড়িতে বাবা, মা ও স্ত্রী বর্তমান। স্বাভাবিকভাবেই পরিবারের রোজগেরে একমাত্র পুত্রের মৃত্যুতে দিশেহারা সকলেই। খবর পাওয়ার পরই বৃহস্পতিবার ফারাক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা।

Recent Posts