---Advertisement---

তেল চুরির অভিযোগে খণ্ডঘোষ থেকে ধৃত এক যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: তেল চুরির অভিযোগে খণ্ডঘোষ থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। খণ্ডঘোষ পুলিশ সূত্রে জানা গেছে, মাস খানেক ধরে বিভিন্ন বালি খাদানের বালি তোলার কাজের জন্য যে তেল মজুদ রাখা হতো সেখান থেকেই তেল চুরি হচ্ছিল বলে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ জানান বিভিন্ন বালি খাদান মালিকরা। অভিযোগ পাওয়ার পরই তেল চুরির ঘটনার তদন্তে নামে খণ্ডঘোষ থানার পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পলেমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তেল চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করে খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম তন্ময় ঘড়ুই। ধৃতের বাড়ি খণ্ডঘোষ থানার অন্তর্গত কামালপুর গ্রামে। পুলিশের জেরায় ধৃত যুবক সমস্ত ঘটনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের কাছ থেকে চুরি করা বেশ কয়েক লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই তেল চুরি চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে বা কোথায় কোথায় তেল বিক্রি হতো সেই বিষয়েও তদন্ত করছে খণ্ডঘোষ থানার পুলিশ।

See also  একই দিনে বর্ধমান শহরের তিন জায়গায় ছিনতাই, আতঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---