শক্তিগড়ে প্রচুর বেআইনি মদ সহ গ্রেপ্তার অভিষেক ব্যানার্জী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: বেআইনিভাবে দেশি বিদেশি মদ মজুদ ও সরবরাহ করার অপরাধে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ অভিষেক ব্যানার্জী ওরফে সোনাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির বাড়ি শক্তিগড় থানার পলাশী গ্রামে। আগাম খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ধৃতের বাড়ি থেকে প্রচুর পরিমাণ মদ সহ তাকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ধৃত অভিষেক ব্যানার্জির মুদিখানার আছে। আর সেই দোকানের আড়ালেই দীর্ঘদিন ধরে চালাচ্ছিল বেআইনি মদের ব্যবসা। এদিন পুলিশি অভিযানে তার বাড়ি থেকে ২৫টি ৬০০ মিলি কান্ট্রি স্প্রিটের বোতল, ৫টি ১৮০ মিলি এর ইম্পেরিয়াল ব্লু ক্লাসিক গ্রেন হুইস্কির বোতল, ৯টি ১৮০ মিলি ম্যাকডোয়েল সেলিব্রেশন নং – ১ রামের বোতল, ৬টি ম্যাকডোয়েল নং-১ হুইস্কির বোতল, ৮টি ১৮০ মিলি ওল্ড মঙ্ক থ্রি এক্স রামের বোতল, ৫টি ওল্ড মঙ্ক রামের ৫০০মিলি বোতল ও প্রায় ৩৫ লিটার আইডি-মদ ভর্তি একটি প্লাস্টিকের জারিকান বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে বেআইনি ভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে এবং চোলাই মদের বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযান চালাবে।

আরো পড়ুন