---Advertisement---

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর প্রায় ২০দিন পর পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ২০দিন পর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করে থানায় অভিযোগ জানালো পরিবারের লোকজন। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারির সুলতানপুর এলাকায়। প্রসঙ্গত গত ২ নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নিমু মালপাড়া এলাকায় জিটি রোডের ওপর এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় মেমারি সুলতানপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক তরতাজা যুবক নাম শেখ আজিয়ার ইসলাম। দুর্ঘটনায় বাইকে থাকা আরও এক যুবক শেখ আরিয়ান সামান্য আহত হয়। আকস্মিক এই মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েন আত্মীয় স্বজন থেকে প্রতিবেশিরা। শোকে পাথর হয়ে পড়েন মৃত যুবকের মা।

বিজ্ঞাপন

সেদিনের ঘটনা প্রসঙ্গে জানা গেছে, প্রচন্ড দ্রুতগতিতে বাইক চালিয়ে যাবার সময় মেমারির নিমো এলাকায় স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই দুই যুবক। এরপর একজন সুস্থ থাকলেও অপরজন প্রাণ হারায়। ওই মৃত যুবকের পরিবার অভিযোগ করছে, এটা স্বাভাবিক কোন দুর্ঘটনা নয়। কারণ তারা জানাচ্ছেন, সেদিন তাদের ছেলে বাড়িতে ঘুমিয়েছিল। বিকাল বেলায় তারই বন্ধু তাকে ফোন করে ডাকে। জিমে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে । এরপর ফোনের মাধ্যমে তারা জানতে পারে তাদের ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। পরিবারের লোকেরা হাসপাতালে গিয়ে দেখে ছেলের মৃত্যু হয়েছে।

প্রথমে পরিবারের লোক জানতে পারে তাদের ছেলেই গাড়ি চালাচ্ছিল এবং ওই বন্ধু পিছনে বসেছিল। কিন্তু ঘটনার কিছুদিন পর প্রকাশ্যে আসে তাদের ছেলে নয় বরং তাদের ছেলে বাইকের পিছনেই বসেছিল। যে ছেলেটি আহত হয়েছে সেই গাড়ি চালাচ্ছিল । এরপর মৃত ওই যুবকের পরিবার পুলিশের কাছে অনুরোধ করেন বিষয়টি নিয়ে পুনরায় তদন্তের জন্য। মৃতের বাবা অভিযোগ করেছেন, ’এর আগে একাধিকবার তার ছেলে কে ওর বন্ধু শেখ আরিয়ান বিভিন্ন ধরনের ঝামেলায় জড়ানোর চেষ্টা করেছে। ফোন করে ও ফোনে মেসেজ করে নানান ধরনের উত্তেজক কথা বলতো ওই ছেলেটি। আমাদের অনুমান, ওই ছেলেটিই পরিকল্পনা করে আমার ছেলেকে খুন করেছে। পুলিশ তদন্ত করে দেখুক।’

See also  বর্ধমানে বিজেপি নেতা খোকন সেন পুলিশের জালে, শহরের ৩নং ইছলাবাদ থেকে আটক, আলোড়ন

মৃত যুবকের পরিবারের অভিযোগ, গত ১৬ নভেম্বর আহত যুবকের বাড়ি থেকে মা, ঠাকুমা এবং আরো এক মহিলা তাদের বাড়িতে এসে তদন্ত না করানোর জন্য বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। এরপরই মৃত যুবকের পরিবার থানায় পুনরায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। মৃত যুবকের মা কুলসুমা বিবি অভিযোগ করেছেন, তার ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আসল সত্য উদঘাটন করুক। দোষীকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এমনটাই চাইছে মৃতের পরিবার।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---