পশ্চিমবঙ্গ

বর্ধমানে উল্লাসে দুর্ঘটনা, মৃত ১, আহত দুই

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান:  বর্ধমানে উল্লাসে জাতীয় সড়ক পারাপার করার সময় ট্রলারের ধাক্কা টোটোয়। দুর্ঘটনায় মৃত একজন মহিলা। গুরুতর আহত আরও এক মহিলা সহ একজন। শনিবার রাত ৮ টা নাগাদ বর্ধমানের উল্লাস মোড় এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন রাতে একটি টোটো সিগন্যাল ভেঙে জাতীয় সড়ক পারাপার করার সময় পিছন থেকে একটি ট্রলার টোটো টিতে ধাক্কা মারে।

বিজ্ঞাপন

টোটোয় থাকা দুই মহিলা যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। একজনের উপর দিয়ে ট্রলারটি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। অপর দুই আহত কে  অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। মৃতার পরিচয় জানা যায় নি। প্রাথমিক ভাবে মৃত ও আহতরা গাংপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর ফের জাতীয় সড়কে টোটোর অনিয়ন্ত্রিত যাতায়াত নিয়ে পুলিশের নজরদারির গাফিলতির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement