বর্ধমান আরামবাগ রোডে দুর্ঘটনা, ধান বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: অতিরিক্ত ধান বোঝাই বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান আরামবাগ রোডে রায়না থানার অন্তর্গত খালেরপুল এলাকায়। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষ ক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি কে আটক করার পাশাপাশি চালক কেও আটক করেছে। মৃত ব্যক্তির নাম ও ঠিকানা জানা না গেলেও বয়স আনুমানিক ৪২/৪৩ বছর হতে পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টা নাগাদ বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে একটা ধান বোঝাই লরি যাচ্ছিল। লরিটি তে অতিরিক্ত ধান বোঝাই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খালার পুলের কাছে একটি হাম্প পেরোনোর পরই লরিটির পিছন চাকা এক সাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী ব্যক্তির। জানা গেছে, সাইকেল আরোহী বাঁকুড়া মোড়ের দিক থেকে পলেমপুরের দিকে আসছিল।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পড়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের অনেকেই অভিযোগ করেছেন, একে এই এলাকার রাস্তা সংকীর্ণ, তারই মধ্যে বালি, খড়, ধানের ভারী গাড়িগুলো প্রায়ই দ্রুতগতিতে যাতায়াত করে। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকেন তাদের আরো কঠোর হওয়া উচিত বলেই তারা দাবি করেছেন।

আরো পড়ুন