---Advertisement---

এজলাস চলাকালীন পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো আসামি, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: আদালতের লকআপ থেকে এজলাসে হাজির করানোর সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো দাগি আসামি। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক আলোড়ন ছড়ায় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক আসামির নাম বাসুদেব মন্ডল। বাড়ি হুগলির বলাগর থানার অন্তর্গত ধাত্রীননই গ্রামে।

বিজ্ঞাপন

পলাতক আসামীর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দেড় মাস আগে পূর্ব বর্ধমানের জেলার শক্তিগড় থানার পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু সেখান থেকেও পুলিশের চোখে ধুলো দিয়ে সে ফেরার হয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কালনা থানার পুলিশ সোমবার রাতে  একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে আসামি বাসুদেব মন্ডল কে। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার তাকে কালনা আদালতে পাঠায় পলিশ। সেখানে লকআপ থেকে আদালতের এজলাসে হাজির করানো মুখে পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে সে ফেরার হয়ে যায়। এরপরই হৈ চৈ পড়ে যায় কোর্ট চত্বর ও পুলিশ মহলে। পলাতক দাগি আসামি কে ধরতে ইতিমধ্যেই জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপশি দ্বিতীয়বার পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে একজন আসামি ফের পালিয়ে গেলো সেই নিয়েও উঠছে প্রশ্ন।

See also  গলসি জুড়ে বালির বেআইনি কারবারের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন খোদ সাংসদ, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---