---Advertisement---

বর্ধমানে শুরু হল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ ক্রিকেট টুর্নামেন্ট, অংশগ্রহণ করেছে রাজ্যের ২৪টি বার অ্যাসোসিয়েশন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের বিভিন্ন জেলার ২৪টি বার অ্যাসোসিয়েশন কে নিয়ে শনিবার দুদিন ব্যাপী অষ্টম বর্ষ ‘ বি বি এ বেঙ্গল অ্যাডভোকেটস কাপ ২০২৩’ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স ময়দানে। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহামান্য কলকাতা হাইকোর্টের জাস্টিস সুব্রত তালুকদার। এছাড়াও এদিন মাঠে উপস্থিত ছিলেন বহু আইনজীবী সহ গণ্যমান্য ব্যক্তি।

বিজ্ঞাপন

বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন,’ এই নিয়ে আট বছর হল এই আন্ত:জেলা অ্যাডভোকেটস কাপ ক্রিকেট প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার পথ প্রদর্শক বর্ধমান বার অ্যাসোসিয়েশন। রাজ্যে অন্যত্র আইনজীবীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও বর্ধমানের এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য সমস্ত বার অ্যাসোসিয়েশন মুখিয়ে থাকে। শনিবার ও রবিবার এই দুদিন এই প্রতিযোগিতা চলবে। সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সেইজন্য স্পন্দন ময়দানের চারদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ভিন জেলা থেকে আগত সমস্ত আইনজীবী খেলোয়াড়দের জন্য থাকা, খাওয়ার সুবন্দোবস্ত রাখা হয়েছে।

বর্ধমান জেলা আদালতের আইনজীবী গুরুদাস ব্যানার্জী বলেন,’ শনিবার কোয়ালিফাইং রাউন্ড ও প্রি কোয়াটার ফাইনাল মিলিয়ে মোট ১৬ টি খেলা হয়েছে। আগামীকাল ৮ টি টিমের খেলা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আরো সাত টি খেলা হবে আগামীকাল। তবে আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি সবাই। বৃষ্টি হলে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছি আমরা। নাহলে রাজ্যের ২৪টি বার অ্যাসোসিয়েশন কে নিয়ে এই টুর্নামেন্ট সফলভাবেই শেষ করা যাবে।

See also  মমতাবালা ঠাকুরের জনসংযোগ, পাল্টা তীব্র কটাক্ষ দিলীপ ঘোষকে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---