স্বাস্থ্য

বর্ধমান মেডিক্যালে মরোণোত্তর দেহদান, অঙ্গদানের অঙ্গীকার বাড়ছে

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় মরণোত্তর দেহদান কিংবা অঙ্গদানের প্রবণতা ক্রমশ বাড়ছে। বর্ধমান মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকবছরের হিসেবে গড়ে ৮-৯টি করে দেহদান হত। গত বছর এই সংখ্যা ছিল ১৫টি। কিন্তু চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেই সংখ্যা ছুঁয়েছে ১০। যেটা বর্ধমান মেডিক্যালের নিরিখে একটা রেকর্ড বলেই মনে করছে অ্যানাটমি বিভাগ।

অ্যানাটমি বিভাগের প্রধান জোনাকি দাস সরকার বলেন, ‘ মরণোত্তর দেহ মেডিকেল শিক্ষার বিভিন্ন কাজে লাগানো হয়। চিকিৎসার একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য দেহ ব্যবচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। মরোণোত্তর দেহদানের উপকারিতা বুঝিয়ে লাগাতার প্রচার চালান হয়। এই বিষয়ে মানুষ সচেতন হচ্ছে। সেই কারণেই দেহদানের সংখ্যা বাড়ছে। উপকৃত হচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা।’

মৃত্যুর আগে দেহদানের অঙ্গীকার করে যাওয়া ব্যক্তিদের দেহ তাদের পরিবার মেডিক্যাল কলেজকে দান করে। একদিকে যেমন মেডিক্যালে দেহদানের হার বৃদ্ধি নিয়ে খুশি কর্তারা, অন্যদিকে, দেহদানের সময় নির্বাচন নিয়ে মানুষকে আরও সচেতন হাওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। মেডিক্যাল সূত্রে জানা গেছে, মরণোত্তর দেহদানের পাশপাশি অনেকেই চক্ষুদান ও অঙ্গদানের ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে তরুণেরা বেশি অঙ্গীকার করছেন। তবে শুধু দেহদান নয়, ব্রেন ডেথের সঙ্গে সঙ্গেই দেহদানের দিকে নজর দেওয়ার আবেদন করছে বর্ধমান মেডিক্যাল। কারণ, একদিকে যেমন দেহটি ডাক্তারি পরীক্ষানিরীক্ষার কাজে আসবে, তেমনই মানবদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গও সঠিক সময়ে কাজে লাগানো যাবে বলে চিকিৎসকদের দাবি।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, যে গতাণুগতিকভাবে দেহদান হচ্ছে, তাতে করে শুধু দেহগুলি ডাক্তারি পরীক্ষানিরীক্ষার কাজে লাগছে। কিন্তু যদি, দেহগুলি মৃত্যুর সঙ্গেসঙ্গে বা ব্রেনডেথ হওয়ার পরই দেওয়া যায় তাহলে মৃতদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলি কাজে লাগতে পারে। তাঁর মতে, মৃত্যুর ৪ ঘণ্টার মধ্যে দেহদান করলে কিডনি, লিভার, হৃদপিন্ড সংগ্রহ করে অন্যের দেহে তা প্রতিস্থাপন করা যায়। ২ ঘণ্টার মধ্যে মৃতদেহ দান করলে চোখ সংগ্রহ করা যায়। এইসব বিষয়ে মানুষ যদি আরও একটু সচেতন হন, তাহলে দেহদানের পাশাপাশি অঙ্গপ্রত্যঙ্গগুলিও চিকিৎসাবিদ্যায় কাজে আসতে পারে। অধ্যক্ষ জানান, এই ব্যাপারেও প্রচারে জোর দেওয়া হবে।

কিভাবে মরণোত্তর দেহ বা অঙ্গ দান করবেন – মরণোত্তর দেহদান করতে চাইলে যেকোনো মেডিক্যাল কলেজ বা হাসপাতালের অধ্যক্ষ বা পরিচালকের কাছে একটি আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে স্ট্যাম্প কাগজে হলফনামা, দুই কপি সত্যায়িত পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। অঙ্গীকারনামায় দেহদানকারী, গ্রহীতা ও সাক্ষীদের নাম–ঠিকানা উল্লেখ থাকে। পাশাপাশি পরিবারের সদস্যদের সম্মতি নিতে হয়। গত হওয়ার পর স্বজনদের হাসপাতালে দেহ পৌঁছে দিতে হয়। সঙ্গে ডেথ সার্টিফিকেটের কাগজ রাখতে হয়।

Recent Posts