---Advertisement---

আড়াই বছর ধরে বর্ধমানের মন জয় করে উত্তরবঙ্গের পথে রওনা দিলো কৃষ্ণা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: টানা আড়াই বছর বর্ধমানের আবালবৃদ্ধবনিতার মন জয় করে কৃষ্ণা সোমবার রওনা দিলো উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। এতদিন কৃষ্ণা বর্ধমানের রমনা বাগান জুলজিক্যাল পার্কের অন্যতম আকর্ষণ ছিল। ২০২১সালের এপ্রিল মাসে কৃষ্ণার জন্ম হয়েছিল এই রমনা বাগানেই। আপাতত এখানেই রয়ে গেল কৃষ্ণার দশ মাসের ভাই (নামকরণ হয়নি), বাবা ধ্রুব ও মা কালী। এরা সকলেই চিতাবাঘ।

বিজ্ঞাপন

বন দপ্তর সুত্রে জানা গেছে, এটা স্বাভাবিক নিয়মেই জায়গার বদল করা হয়েছে। এক জু থেকে আরেক জু’য়ে পশু, পাখিদের আদান প্রদান হতেই থাকে। কৃষ্ণার পরিবর্তে কিছুটা কম বয়সের একটি মহিলা চিতাবাঘ কে খুব শীঘ্রই উত্তরবঙ্গ থেকে রমনা বাগানে নিয়ে আসার বিষয়ে প্রক্রিয়া চলছে।

আরো জানা গেছে, কৃষ্ণার সঙ্গেই এদিন দুটি সজারু কেও বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। যদিও এরপরেও রমনা বাগান জু এ এখনও ১৩টি সজারু রয়েছে। বন দপ্তর সুত্রে জানা গেছে, কিছু সিলভার পিজিয়ন, জঙ্গল ফাউল ইত্যাদি প্রাণীদের এখানে নিয়ে আসার বিষয়ে আলোচনা চলছে।

See also  রাস্তার মাঝে বিরাট ফাটল, আতঙ্কিত পথচলতি মানুষ, যেকোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---