জামালপুরে মিঠুনের রোড শো’য়ের আগে বিজেপি কার্যালয়ে নেতৃত্বের মধ্যে ধুন্ধুমার, ভাইরাল ভিডিও

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: আগামী ১৩মে রাজ্যে চতুর্থ দফার ভোট গ্রহণ। পূর্ব বর্ধমান জেলার দুটি আসনেরও ভোট রয়েছে ওইদিন। স্বাভাবিকভাবেই তার আগে প্রত্যেক রাজনৈতিক দলের প্রচার কার্যত তুঙ্গে উঠেছে। জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে প্রতিটি দলের শীর্ষ নেতৃত্ব তাদের প্রার্থীর সমর্থনে মিটিং, জনসভা করছেন। জানা গেছে, ২৬ তারিখ জামালপুরে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে আসছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু তার আগেই খোদ বিজেপি কার্যালয়ে দলের দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে তীব্র বাকবিতন্ডা, হাতাহাতির ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় চরম অস্বস্তির মধ্যে পড়েছে খোদ প্রার্থী থেকে দলের সাংগঠনিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

 

ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে হাতে চেয়ার তুলে মারমুখী জেলা নেতা দেবকুমার বিশ্বাস কে দুজন বিজেপি কর্মী দলীয় কার্যালয়ের মধ্যেই আটকানোর চেষ্টা করছেন, অন্যদিকে বর্ধমান কাটোয়া সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট তথা জামালপুর বিধানসভার ইনচার্জ সেরিনা খাতুন চিৎকার করে বলছেন, ‘আপনি আমায় চেয়ার তুলে মারতে এসেছেন, মেরেছেন। আমি পুলিশের কাছে অভিযোগ জানবো। আপনার যা খুশি তাই করবেন নাকি।’

এই ভিডিও ছড়িয়ে পড়তেই জামালপুর জুড়ে বিজেপির অন্দরে তীব্র আলোড়ন শুরু হয়েছে। যদিও সেরীনা খাতুন কে এই ব্যাপারে কোন অভিযোগ জানাচ্ছেন কিনা জানতে চাওয়া হলে, তিনি জানিয়েছেন, ‘সামনেই নির্বাচন। তাছাড়া প্রার্থী নিজে আমায় ফোন করে এই সময় যাতে দলের কোনো ক্ষতি না হয় তাই কোন অভিযোগ জানতে বারণ করেছেন। দলের স্বার্থে আমি কোনো অভিযোগ জানাচ্ছি না।’

দলীয় সূত্রে জানতে পারা গেছে, এদিন মিঠুন চক্রবর্তীর রোড শো নিয়ে দলীয় কার্যালয়ে মিটিং চলাকালীন দেবকুমার বিশ্বাসের সঙ্গে সেরিনা খাতুন বচসায় জড়িয়ে পড়েন। এই সময় দেব কুমার বিশ্বাস চেয়ার তুলে সেরিনা খাতুনকে মারতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক বুঝে অন্যান্য কর্মীরা তড়িঘড়ি দেবকুমার বাবুকে আটকানোর চেষ্টা করেন। অন্যদিকে সেরিনা খাতুনকে যে দেবকুমার বাবু মারতে এসেছেন সেটা দলের অন্য কর্মীদের চিৎকার করে বারবার জানতে চাইছিলেন সেরিনা খাতুন। আর দলের কার্যালয়েই দুই সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে এই ধুন্ধুমারের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

তৃণমূল কংগ্রেসের জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খান এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘ এই ব্লকে এমনিতেই দূরবীন দিয়ে খুঁজতে হয় বিজেপিকে। তার মধ্যে আবার ওরা নিজেদের মধ্যে মারপিট করছে। ওটাই ওদের কালচার। মানুষ সবকিছু জানে, ভোট বাক্সে এর জবাব দেবে। তবে আগামী ২৭তারিখ জামালপুরে রোড শো করতে আসছেন অভিষেক বন্দোপাধ্যায়। আমরা এখন তারই প্রস্তুতি নিয়ে ব্যস্ত, বিজেপির কারা মারপিট করছে ওসব দেখার আমাদের সময় নেই। ‘

আরো পড়ুন