প্রতিশ্রুতি রাখেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ, প্রতিবাদে শক্তিগড়ে বন্ধ সমস্ত ল্যাংচার দোকান

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ফের ঘোর বিপাকে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকার প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুদিকের ল্যাংচার দোকান মালিকরা। দোকান মালিকদের অভিযোগ, প্রতিশ্রুতি মতো কাজ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর সেইকারণেই বৃহস্পতিবার প্রতিবাদ জানিয়ে এলাকার সমস্ত দোকান বন্ধ করে দিলো দোকান মালিকরা।

বিজ্ঞাপন

 

শক্তিগড় ল্যাংচা কল্যাণ ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল মন্ডল বলেন, ‘ ২০১৭সাল থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি কর্তৃপক্ষ। ফলে এই মুহূর্তে আমড়া, শক্তিগড় এলাকার ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই জাতীয় সড়কের দুদিকে ৬৫শতাংশ ড্রেনের ডাউন স্ল্যাবের কাজ প্রায় শেষ। কিন্তু বাকি যে অংশের কাজ এখনও বাকি আছে সেখানে ডাউন স্ল্যাব হবে না বলেই জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

সেক্ষেত্রে ড্রেনের বাকি অংশ রাস্তা থেকে ৮ইঞ্চি উঁচু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এর ফলে এই এলাকার কোন দোকানের সামনেই জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন আর দাঁড়াতে পারবে না। স্বাভাবিকভাবেই এরফলে চরম ক্ষতির মুখে পড়তে হবে ল্যাংচা ব্যবসায়ীদের। অন্যদিকে এই অবস্থা সৃষ্টি হলে অনেকেই সার্ভিস রোডের উপর নির্ভর করে ব্যবসা চালানোর চেষ্টা করবেন। যাতে আরও বেশি সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।

কিন্তু আমরা ব্যবসা করতে এসেছি, মানুষের জীবন নিয়ে খেলা করতে আসিনি। তাই আমদের দাবি, অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন শক্তিগড় এলাকার ল্যাংচা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি আলোচনা করে দেখুন।’ এদিকে খোদ মুখ্যমন্ত্রীর বর্ধমানে সভা করতে আসার দিনেই আচমকা শক্তিগড়ের সমস্ত ল্যাংচা দোকান বন্ধ হয়ে যাওয়ায় আলোড়ন ছড়িয়েছে প্রশাসনিক মহলেও।

আরো পড়ুন