---Advertisement---

বন দপ্তরের অনুমতি ছাড়াই বর্ধমান শহরের স্কুলে গাছ কাটার অভিযোগ, কড়া পদক্ষেপ বন দপ্তরের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বন বিভাগের অনুমোদন ছাড়াই বর্ধমান শহরে কেটে ফেলা হচ্ছিল স্কুলের বাউন্ডারির ভিতরের একাধিক গাছ। জানতে পেরে, স্কুলে গিয়ে কাজ বন্ধ করে দিল বন দফতর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কালীবাজার এলাকায় শহরের নামকরা স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে। এদিন স্কুলের ভিতরে থাকা মাঠের পূর্ব দিকে বেশ কয়েকটি বড় গাছ কাটার কাজ চলছিল। বন দপ্তর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেআইনি ভাবে গাছ কাটার কাজ বন্ধ করার পাশাপাশি, গাছ কাটার সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে। অনুমতি না নিয়ে গাছ কাটার জন্য ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

জানা গিয়েছে, স্কুল চত্বরের ভিতরে কালীবাজারের দিকে গেটের পাশের পাঁচিলের গায়ে থাকা কয়েকটি বড় গাছ কাটার কাজ চলছিল এদিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল চত্বরে গাছ কাটার কাজ শুরু হয়েছে। শুক্রবার দেখা যায়, স্কুলের ভিতরে থাকা বড় শাল গাছ, কদম গাছ একে একে কাটা হয়ে গিয়েছে। এদিনও স্কুলের গেটের পাশে থাকা একটি বৃক্ষ গাছ কাটার কাজ শুরু হয়। বন দফতরের কাছে খবর পৌঁছাতেই বন দফতরের একটি দল স্কুলে পৌঁছায়। তারা গাছ কাটার বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্মীদের কাছে গাছ কাটার অনুমোদন রয়েছে কিনা জানতে চাইলে তারা কোনোও কাগজ দেখাতে পারেনি বলেই অভিযোগ। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্কুল কর্তৃপক্ষের অনুমতিতেই তারা গাছ কাটা শুরু করেছে।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনোও উত্তর দেননি। জানা গিয়েছে, ৩০ এপ্রিল থেকে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। ছুটি চলাকালীন স্কুলে ছাত্রী ও শিক্ষিকা কেউই আসছেন না। আর এই সুযোগেই স্কুলে গাছ কাটার কাজ শুরু হয়েছে। কারণ হিসাবে সূত্র মারফত জানা গেছে, স্কুলের একটি গেট নির্মাণ করা হবে বলে গাছ কাটার কাজ করা হচ্ছে বলে জানিয়েছিল স্কুল। সেই অনুযায়ী বৃহস্পতিবার স্কুলের ভিতরে দুটি গাছ কাটা হয়ে গিয়েছে। এদিন আরও একটি গাছ কাটা হচ্ছিল। বিষয়টি সামনে আসতেই কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার সোস্যাল মিডিয়ায় ছবি সহ প্রতিবাদ করে পোস্ট করেন। কিন্তু, সরকারি স্কুলে বন দফতরের অনুমোদন ছাড়াই কেন গাছ কাটা হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই শহরের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।

See also  বর্ধমানে ঈদের আগে মসজিদ, কবরস্থানে স্যানিটাইজ করা হল

এদিন বন দফতরের পক্ষ থেকে গাছ কাটার জন্য ব্যবহৃত ঠিকাদার সংস্থার সমস্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, গাছ কাটার কাজ অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান,” বর্ধমান শহরের একটি স্কুলে বিনা অনুমতিতে এদিন গাছ কাটার কাজ চলছিল বলে খবর আসার পরই সেটা বন্ধ করা হয়েছে। যে গাছটি কাটা চলছিল সেটির কাটা অংশ বাজেয়াপ্ত করা হয়েছে। আগের দিন কাটা দুটি গাছের হদিশ পাওয়া যায়নি। এই গাছ গুলি কাটার জন্য স্কুলের তরফে বনদপ্তরের কাছে কোন অনুমোদন নেওয়া হয়নি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ জন্য স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে জরিমানা করা হবে।”

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---