---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় টেলিফিল্মে শুটিংয়ের টোপ, আউশগ্রামে ধর্ষণের শিকার গৃহবধূ! গ্রেপ্তার দুই অভিযুক্ত 

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে টেলিফিল্মের জন্য ভিডিয়ো শুট করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে বাসিন্দা এক গৃহবধূ এমনি অভিযোগ জানিয়েছেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানায়। অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ করে ওই গৃহবধূ জানান, ফেসবুকের মাধ্যমে একটা বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারেন একটা টেলিফিল্মের জন্য ভিডিয়ো শুট করা হবে আউশগ্রামের ভালকি মাচানে। সেইমতো গত ৭ অগস্ট তিনি তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে আউশগ্রামের ভালকি মাচানের একটি রিসর্টে পৌঁছান। সেখানে অরবিন্দ মিশ্র ওরফে গোপাল মিশ্র নামে এক ব্যক্তি তাঁর বেশ কিছু ফটো শুট করেন । সে দিন তাঁরা বাড়ি ফিরে যান। ওই গৃহবধূ অভিযোগে জানিয়েছেন, এরপর ফের ১৭ অগস্ট ফোন করে ফটো শুটের জন্য যেতে তাঁকে আসতে বলেন অরবিন্দ । তিনি তাঁর স্বামীর সঙ্গে ফের সেখানে যান। কিন্তু সে বার ঘরে ফটো শুটের সময় অরবিন্দ মিশ্র ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

এমনকি তাঁকে হুমকি দিয়ে বলা হয় যে, সেই ঘটনার কথা কাউকে জানালে তাঁকে ও তাঁর স্বামীকে খুন করা হবে। ফলে ভয়ে ওই গৃহবধূ কাউকে কিছু না জানিয়ে তাঁরা বাড়ি ফিরে যান। এরপর বুধবার রাতে ফের ওই গৃহবধূকে ফোন করে বৃহস্পতিবার দুপুরে ভালকি মাচনে আসতে বলেন অরবিন্দ। ওই গৃহবধূ ফের সেখানে গেলে তাঁর স্বামীকে নীচে অপেক্ষা করতে বলা হয়। সেই সময় অরবিন্দ ও রিসর্টের কেয়ার টেকার বঙ্কিম ঘোষ দুজনে মিলে ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। গৃহবধূ অভিযোগে জানিয়েছেন, সেখান থেকে কোনওরকমে পালিয়ে আজ আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অরবিন্দ মিশ্র ও বঙ্কিম ঘোষকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর চব্বিশ পরগনার ওই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অরবিন্দ মিশ্র ওরফে গোপাল মিশ্র আউশগ্রামের দিগনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। অপর ধৃত বঙ্কিম ঘোষ আউশগ্রামের রাধামোহনপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বছর উনিশের ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন যে, সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারেন যে আউশগ্রামের ভালকি মাচানে একটা টেলিফিল্মের জন্য ফটোশুট করা হবে। সেই মতো তিনি যোগাযোগ করে আউশগ্রামে গিয়েছিলেন। তাঁর কাছ থেকে ৫১২০ টাকাও নেওয়া হয়েছিল। 

See also  বর্ধমানে কি নতুন কোনো প্রতারণা চক্র সক্রিয় হচ্ছে! সোনার মত দেখতে ধাতু উদ্ধারের পর আশঙ্কায় স্বর্ণ ব্যবসায়ী মহল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---