৫০ঊর্ধ্ব মহিলাকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বাড়িতে একা থাকার সুযোগে এক পঞ্চাশ ঊর্ধ্ব মহিলা কে ধর্ষনের অভিযোগে মেমারি থানার পুলিশ এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অজয় দাস (২২)। তার বাড়ি মেমারি থানার মামুদপুর দাসপাড়া এলাকায়। মহিলার ছেলে আকাশ রুইদাস গত বৃহস্পতিবার মেমারি থানায় এব্যাপারে অভিযোগ জমা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অজয় দাস কে গ্রেপ্তার করে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করলে বিচারক ধৃতকে জেল হেফাজতে আদেশ দেন।

বিজ্ঞাপন

নির্যাতিতা মহিলার ছেলে আকাশ রুইদাস অভিযোগে জানিয়েছেন, গত ৬অক্টোবর বিকেল পাঁচটা নাগাদ তার মা বাড়িতে একা ছিলেন। সেই সময় পাড়ারই বাসিন্দা অজয় দাস বাড়িতে ঢুকে ঘরে মা কে একা পেয়ে বলপূর্বক ধর্ষণ করে। তার মা চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে তিনি বাড়ি ফিরলে সব শুনে মেমারি থানায় লিখিত অভিযোগ জমা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্তকে।

আরো পড়ুন