জামালপুরে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আক্রান্ত সাংবাদিক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: এবার ছাপ্পা ভোটের ছবি করার জন্য শাসক দলের রোষের মুখে সংবাদ মাধ্যমের প্রতিনিধি। পূর্ব বর্ধমানের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডাঙা ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথে সকাল থেকে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

 

খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিক মহ: খান (সানি)। অভিযোগ, যে মোবাইল ফোন নিয়ে সাংবাদিক মোহাম্মদ খান ছাপ্পা ভোটের রেকর্ডিং করেছিলেন সেই ফোন কেড়ে নেওয়া হয়। ৩০-৪০ জন মিলে তাকে মারধর করে, সাংবাদিকের বাঁ চোখে গুরুতর আঘাত লাগে।

 

পরে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সাংবাদিককে উদ্ধার করে। পরে তার মোবাইল ফোন খুঁজে বার করে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসার নিজেকে ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, ‘ পুলিশের কাছে কোন সহযোগিতা পাচ্ছিনা। প্রাণ বাঁচাতে ছাপ্পা ভোট দেওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই।’ এলাকার শাসক দলের নেতা বাচ্চু মাঝির নেতৃত্বে ছাপ্পা ভোট দেওয়া ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব।

আরো পড়ুন