ক্রাইম

বর্ধমানে দেবত্তর সম্পত্তি দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস চেয়ারম্যানের

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সরকারি জায়গা কিম্বা ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে বেআইনি ভাবে বিনা অনুমতিতে বাড়ি তৈরির অভিযোগ ছিলই। এবার দেবত্তর সম্পত্তি দখল করে বিনা প্ল্যানে বাড়ি তৈরির অভিযোগ উঠলো বর্ধমান পুরসভার ২২নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ এলাকায়। ইতিমধ্যেই গত ১৯ ও ২৭ ডিসেম্বর এই বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য বর্ধমান পুরসভার চেয়ারম্যান কে লিখিতভাবে দরখাস্ত জমা করেছেন আলমগঞ্জ এলাকার আদি বাসিন্দা সিংহ পরিবারের সদস্যগণ।

কিন্তু ওই পরিবারের অভিযোগ, এরপরেও স্থানীয় রাজারাম সাউ ও তার ভাইয়েরা জোর করে একটি জায়গা দখল করে অবৈধ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। বর্ধমান থানার পুলিশ কেও এই বিষয়ে অবহিত করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু তাদের অভিযোগ, কোন অজ্ঞাত কারণে রাজারাম সাউ ও তার ভাইয়েরা এই বেআইনি নির্মাণ বন্ধ করেনি। সিংহ পরিবারের সদস্যরা জানিয়েছেন, একসময় এই রাজারাম সাউ ও তার পরিবার কে সামনের একটি অংশ ভাড়ায় দেওয়া হয়েছিলো। কিন্তু ভাড়াটিয়া কিভাবে অবৈধভাবে জায়গা দখল করে নির্মাণ কাজ করতে পারে, সেই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। 

সিংহ পরিবারের সদস্য অজিত সিংহ, রাজকুমার সিংহ ও মণীশ সিংহ অভিযোগ করেছেন, “এই এলাকায় আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত কালীমন্দির ও শিবমন্দির রয়েছে। পাশাপাশি এলাকায় আমাদের কালীমাতা ও শিবঠাকুরের নামে কিছু দেবত্তর সম্পত্তি রয়েছে। এখন জনৈক রাজারাম সাউ এবং তার ভাইয়েরা এই দেবত্তর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তার উপর ঘরবাড়ি তৈরি করবার উদ্যোগ নিয়েছে। আমরা এও খবর পেয়েছি তারা ছলচাতুরী করে পুরসভার প্ল্যান অনুমোদন করবার চেষ্টা করছে, যা সর্বতোভাবে অন্যায় এবং দেবতার স্বার্থ বিরোধী। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই পুরসভার চেয়ারম্যান কে অবগত করেছি। যাতে এই অসাধু ব্যক্তিরা কোনোভাবে প্ল্যান এর অনুমোদন না পায় সেবিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য।”

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এই অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন, ‘বর্ধমান পুর উৎসব নিয়ে কয়েকদিন ব্যস্ততার কারণে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হয়নি, তবে অভিযোগ যখন এসেছে তখন তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অন্যদিকে স্থানীয় ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ু ভকত এই প্রসঙ্গে বলেন, ‘ আমার কাছে এইরকম জায়গা দখল করে নির্মাণ কাজ হচ্ছে বলে কোন অভিযোগ কেউ করেনি। তবে ওই জায়গায় একজনের দোকান ঘর রয়েছে বলে জানি। তবে যদি কেউ বেআইনিভাবে কারুর জায়গা দখল করে বিনা অনুমতিতে নির্মাণ কাজ করে তার বিরুদ্ধে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সিংহ পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১১সালেও এই জায়গায় অবৈধভাবে এই ব্যক্তিরাই নির্মাণ কাজ করার চেষ্টা করেছিলো। কিন্তু সেইসময় পুরসভা থেকে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এখন ফের ওই ব্যক্তিরাই নতুন করে প্রায় সাত কাটা জায়গার ওপর নির্মাণ কাজ শুরু করেছে। যেটা সম্পূর্ন অবৈধ। এমনকি পুরসভার অনুমোদিত কোনো প্ল্যানও নেই এই নির্মাণ কাজের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কাদের মদতে ও কি ধরনের বোঝাপড়ার বলে এই বেআইনি নির্মাণ করার সাহস পেয়ে যাচ্ছে একসময়ের ভাড়াটে এই রাজারাম সাউ ও তার ভাইয়েরা? এখন দেখার বিষয় বেআইনি জবরদখলকারী দের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পুরসভা সেই দিকেই তাকিয়ে সিংহ পরিবার।

Recent Posts