বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে হামলার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূলের দিকে, আটক তিন

Souris  Dey

Souris Dey

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভোট পরবর্তী হিংসায় বৃহস্পতিবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়াল ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কার্যালয় চত্বরে। ইট, রড এবং বাঁশ নিয়ে বিজেপি কার্যালয়ে এক দল লোক হামলা চালায় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তায়ের গাড়িও ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরবাইকে ভাঙচুর চালানো হয়। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছে বলে খবর। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী ও সেন্ট্রাল ফোর্স। পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় যুক্ত সন্দেহে তিন জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

অভিজিৎ তা সরাসরি অভিযোগ করেছেন, বিজেপি অফিসে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। পাল্টা প্রতিরোধ করেছেন আমাদের কার্যকর্তারা। যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে তৃণমূল। এমনকি এই হামলা বিজেপির নিজেদের সাজানো ঘটনা বলেই তৃণমূল দাবি করেছে।

আরো পড়ুন