ক্রাইম

বন দফতরের অনুমতি ছাড়াই বর্ধমানে সেচের খালের পাশে গাছ কাটার অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ডিভিসি র সেচ খাল সংস্কার করার সময় খালের ধারের একাধিক জল শিরীষ ও শিশু গাছ কে জেসিবি মেশিন দিয়ে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগ বন দপ্তরের কাছে কোনো অনুমোদন না নিয়েই এই সমস্ত গাছগুলোকে মাটি থেকে তুলে ফেলা হয়েছে। বিশেষ সূত্রে বনদপ্তরের কাছে এই গাছ কেটে ফেলার খবর আসার পরই বৃহস্পতিবার দুপুরে বর্ধমান বনদপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাসের নেতৃত্বে একটি দল দামোদর নদের ধারে বর্ধমান ২ব্লকের চৈত্রপুর এলাকায় পৌঁছে খাল সংস্কারের কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি জেসিবি মেশিনের চালক পালিয়ে যাওয়ায় মেশিনটিতে তালা ঝুলিয়ে দেয় বন দপ্তরের অফিসারেরা। উপড়ে পরা গাছগুলোকে এদিন নিজেদের হেফাজতে নিয়ে খালের ধারেই স্থানীয় ও বন বিভাগের কর্মীদের নজরদারিতে রাখা হয়েছে বলে কাজল বিশ্বাস জানিয়েছেন।

জেলা বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘ আমাদের কাছে খবর আসে ডিভিসির সেচ খাল সংস্কারের কাজ করার সময় চৈত্রপুর এলাকায় খালের ধারে কিছু জল শিরীষ ও শিশু গাছ কেটে দেওয়া হয়েছে। আমরা আমাদের রেঞ্জ অফিসার সহ অন্যান্য কর্মীদের ঘটনস্থলে পাঠাই বিষয়টি খতিয়ে দেখতে। আমি জানতে পেরেছি গাছ কাটার বিষয়ে কোনো অনুমোদন বন দপ্তর থেকে নেওয়া হয়নি। আর এরপরই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মেশিন ও কাটা গাছ গুলোকে বন দপ্তর বাজেয়াপ্ত করেছে। এরপর যে সংস্থা এই খাল সংস্কার করার কাজ করছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে কি কারণে গাছ কাটা হলো তার কৈফিয়ত চাওয়া হবে। পাশাপাশি যদি কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি থাকে তাও নেওয়া হবে।’

Recent Posts