---Advertisement---

ডিজেল খেয়ে ১১মাসের শিশুর মৃত্যু,শোক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডিজেল খেয়ে মৃত্যু হল এগারো মাসের এক শিশুর। মৃতের নাম সর্জুন দেহরি। শিশুটির বাবা মায়ের বাড়ি ঝাড়খন্ডে। তারা বর্ধমানের দেওয়ানদিঘী থানার মাহিনগরে একটি ইট ভাটার কাজে নিযুক্ত আছেন। বাবা ভাটার ট্রাক্টর চালান। মা ইট ভাটায় কাজ করেন। ইট ভাটার মালিক ধনঞ্জয় ঘোষ বলেন, ” শনিবার বিকেল নাগাদ ভাটার শ্রমিকদের থাকার ঘরে মায়ের কাছেই খেলা করছিল শিশুটি। শিশুটি সবে মাত্র হামাগুড়ি ছেড়ে দাঁড়াতে শিখছে।

বিজ্ঞাপন

সেই সময় ট্রাক্টরের কাজে ব্যবহারের জন্য একটি কৌটোয় রাখা ডিজেল মায়ের অজান্তেই শিশুটি মুখে ঢেলে ফেলে। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে মা সকলকে খবর দেয়। দ্রুত শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা। কিন্তু রবিবার সন্ধ্যা নাগাদ শিশুটি মারা যায়। অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক এই ঘটনা। আমরা মৃত শিশুর বাবা মায়ের পাশে সবরকম ভাবেই রয়েছি।”

ছবি – ইন্টারনেট

See also  শিশুর রক্ত পরীক্ষা বাইরের ল্যাবে করানোর পরামর্শ বর্ধমান মেডিকেলের চিকিৎসকের, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---