জমির নাড়া পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মৃত বৃদ্ধ, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ধান জমিতে নাড়া পোড়াতে গিয়ে জীবন্ত দগ্ধ হয়ে মাঠেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম দিলীপ চক্রবর্তী (৭২)। শুক্রবার বেলা ১১টা নাগাদ এই ভয়ানক ঘটনাটি ঘটেছে মেমারী থানার কলানবগ্রাম এলাকায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চরম আতংক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের লাগাতার প্রচার ও সচেতন করার পরেও জমিতে নাড়া পড়ানো বন্ধ হচ্ছে না বলে অভিযোগ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির ধান তুলে নেওয়ার পর ধানের গোড়া গুলো কে পুড়িয়ে ফেলার জন্য এদিন নিজের জমিতেই আগুন ধরিয়ে ছিলেন দিলীপ বাবু। পরে সেই আগুন পাশের জমিতেও ছড়িয়ে পরে। পাশে অন্যের জমিতে সেই সময় ধান কাটার পর জড়ো করা অবস্থায় ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, চোখের সামনে অন্যের জমির ধান পুড়ে যাচ্ছে দেখে দিলীপ বাবু মাঠেই অচৈতন্য হয়ে পড়েন। আর তখনই জমির আগুনের গ্রাসে দগ্ধ হয়ে যান ওই ব্যক্তি। এলাকাবাসীর নজরে আসার পরই ওই ব্যাক্তিকে কোনরকমে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন তারা। খবর দেওয়া হয় মেমারি থানায়। থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ্ত মুখার্জী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ কে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরো পড়ুন