---Advertisement---

চিকিৎসা করাতে এসে বর্ধমান মেডিক্যালের আউটডোরের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান হাসপাতালে চিকিৎসা করাতে‌ এসে আউটডোরের এক তলার র‍্যাম্পের উপর থেকে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মৃত মহিলার নাম ডলা সরকার, বয়স আনুমানিক ৬৩। তার বাড়ি বর্ধমান শহরের বড় নীলপুরের শান্তিপাড়া এলাকায়।

বিজ্ঞাপন

মৃতের মেয়ে দীপাঞ্জনা সরকার জানিয়েছেন, ‘মায়ের হার্টের সমস্যা ছিল। পেসমেকারও বসানো ছিল। অনাময় হসপিটালে তাঁর চিকিৎসা করানো হতো। গত দুদিন ধরে বুকে ব্যাথা বেড়েছিল, সেই কারনে মাকে নিয়ে শনিবার সকালে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে দেখানোর পর সেখানকার চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চেস্টের ডাক্তারের কাছে রেফার করে দেন।

সেই মতো শনিবার বেলা এগারো টা নাগাদ বর্ধমান মেডিক্যালের আউটডোরে মা কে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। তখনই হাসপাতালের আউটডোরের বাইরে র‍্যাম্পের পাশে বসতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যান মা। সঙ্গে সঙ্গে আউটডোর থেকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মাকে মৃত বলে জানিয়ে দেন।’ পুলিশ অস্বাভাবিক একটি মৃত্যুর মামলার রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠিয়েছে।

See also  গত দশ দিনের রেকর্ড ভেঙে রবিবার পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত ৬২৪জন, বর্ধমান শহরেই ২০২জন সংক্রমিত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---