---Advertisement---

বর্ধমানে দামোদরের চরে প্রাচীন স্থাপত্যের নিদর্শন!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দামোদর নদের চরে মজুদ বালি কে কাজে লাগিয়ে অসাধারণ শিল্পকর্মের নিদর্শন ফুটিয়ে তুললেন এক বালু শিল্পী। সাধারনত এই ধরনের উৎকৃষ্ট বালি শিল্পের নিদর্শন এর আগে বা প্রায়ই পুরীর সমুদ্র সৈকতে তৈরি করে খবরের শিরোনামে এসেছেন একাধিক বালু শিল্পী ( sand artist)। এবার বর্ধমান শহরের উপকন্ঠে গৈতানপুর চরমানা এলাকায় দামোদরের চরে বালি দিয়ে প্রাচীন হিন্দু স্থাপত্যের আদলে বিশাল একটি দুর্গের আকৃতি তৈরি করে নজর কেড়েছেন রঙ্গজীব রায় নামে এক বালু শিল্পী।

বিজ্ঞাপন

 

টানা আড়াই দিন ধরে কেবলমাত্র বালি দিয়েই এই বিশাল শিল্পকর্মের কাজ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী রঙ্গজীব। তিনি জানিয়েছেন, ’মূলত বালু শিল্পীদের শিল্প সত্ত্বা কে তুলে ধরতে এবং খোলা আকাশে প্রকৃতির মাঝে কাজ করে যে শিল্পের বিকাশ ও প্রকাশ করা যায় সেটারই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। এই শিল্পকর্মের জন্য বালি ছাড়া অন্য কোনো পদার্থ বা বস্তু ব্যবহার করা হয়নি।’

রঙ্গজীব রায় মূলত একজন পেইন্টিং আর্টিস্ট হিসেবে পরিচিত হলেও গত পাঁচ বছর ধরে তিনি বালি দিয়ে প্রাচীন নদীমাতৃক সভ্যতার সময়ের নানান স্থাপত্য, হিন্দু দেবদেবীদের মন্দির সহ গ্রীক সভ্যতার সময়ের নানান স্থাপত্যের অনুকরণে বিভিন্ন নদ নদীর তীরে বালি দিয়ে এই ধরনের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। রঙ্গজীব রায় বলেন, ’ এই ধরনের কাজের দর্শক সবসময় থাকে না, আমরা নিজেদের শিল্পীসত্ত্বা কে আরো ক্ষুরধার করার লক্ষ্যেই কাজ করি। কারণ এই সমস্ত শিল্পকর্মের স্থায়িত্ব খুবই কম সময়ের। প্রাকৃতিক কারণেই এইসব কাজ ভেঙে নষ্ট হয়ে যায়। যদিও সফল ভাবে কাঙ্ক্ষিত শিল্পকর্ম সম্পূর্ন করার যে আনন্দ একজন শিল্পীর মননে স্থায়ী হয়, সেখানে নিদর্শন নষ্ট হয়ে গেলেও তা চিরস্থায়ী হয়েই রয়ে যায়। ’

See also  ল্যাবের যন্ত্রাংশ চুরি, বর্ধমানের ইউআইটি কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের বিক্ষোভ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---