---Advertisement---

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে বোঁটি দিয়ে কোপালো স্বামী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, খন্ডঘোষ: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী কে বোঁটি দিয়ে এলোপাথাড়ি কোপালো স্বামী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খন্ডঘোষ থানার শশঙ্গা পঞ্চায়েতের কুমিরকোলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত গৃহবধূ কে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে রাতেই বর্ধমান মেডিকেলে নিয়ে আসে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিরকোলা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা কানাই দাসের স্ত্রী প্রতিমা দাস অন্য এক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কয়েকদিন আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ওই গৃহবধূর একটি ৬বছরের ও একটি ৩বছরের সন্তান রয়েছে। তার স্বামী এবং শশুরবাড়ির লোকজন ফোন করে ছেলেদের মুখ চেয়ে বাড়ি ফিরে আসার জন্য জানিয়েছিলো প্রতিমা দাস কে। প্রথমে ওই গৃহবধূ বাড়ি ফিরে আসতে চায়নি বলে অভিযোগ। এরপর ওই গৃহবধূ বাড়ি ফিরে এলে গতকাল রাতে স্বামী কানাই দাসের সঙ্গে বচসা শুরু হয়। সেইসময় বোঁটি দিয়ে স্ত্রী প্রতিমা দাসকে এলোপাথাড়ি কুপিয়ে দেয় স্বামী কানাই দাস।

গ্রামের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য পাঠায়। স্বামী কানাই দাস কে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে।

See also  বর্ধমানে জেলা তৃণমূলের ইফতার পার্টির অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জোর বিতর্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---