---Advertisement---

গলসিতে ফের ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, মৃত এক যুবক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: ফের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেলো এক তরতাজা যুবকের। ঘাতক সেই বালির ডাম্পার। দুর্ঘটনাটি ঘটেছে গলসি থানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের ওপর খানো কাটিং এলাকায়। দুর্ঘটনার পরই ডাম্পার এর চালক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কেবিন থেকে নেমে পালিয়ে যায়। স্থানীয় মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। যদিও তার আগেই মৃত্যু হয় মোটর সাইকেল আরোহীর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও মৃত মোটর সাইকেল আরোহীর নাম, ঠিকানা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

 

প্রত্যক্ষদর্শী দের অনেকে জানিয়েছেন, ডাম্পার টি দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে একই দিকে আসা এক বাইক চালককে ধাক্কা মারে। বাইক আরোহী রাস্তায় পরে গেলে তার মাথার উপর দিয়ে চলে যায় ডাম্পারের চাকা। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই এলাকাবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত বাইক আরোহীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠিয়েছে। ঘাতক ডাম্পার টি বর্ধমানের ইদিলপুর এলাকার বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

See also  বর্ধমানের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে প্রচার শুরু, সোমবার রাস্তায় নামছে প্রশাসন, পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---