শিক্ষা

আইসিএসই পরীক্ষায় দেশে তৃতীয় বর্ধমানের অন্তরা দাঁ

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দশম শ্রেণীর সর্বভারতীয় আই সি এস ই (ICSE) বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের ছাত্রী অন্তরা দাঁ। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪০শতাংশ। স্বাভাবিকভাবেই মেয়ের এই অভূতপূর্ব সাফল্যে খুশি অন্তরার পরিবারের সকলের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

অন্তরা দাঁ জানিয়েছে, ‘এতটা পারবো আশা করিনি, তবে স্কুলের এবং প্রাইভেট শিক্ষক শিক্ষিকা দের আন্তরিক সহযোগিতায় সর্বোপরি বাবা মায়ের আশীর্বাদে এই সাফল্য এসেছে। আমি খুব খুশি। ভবিষ্যতেও অন্যান্য পরীক্ষায় এই সাফল্য বজায় রাখার চেষ্টা করবো।’ অন্তরা জানিয়েছে, ‘ ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করার ইচ্ছা আছে। আমার দাদু ইঞ্জিনিয়ার ছিলেন। তবে বাড়ির অনেকেই ডাক্তার হয়েছেন। আমার বাবাও সাইক্রিয়াটিস্ট ডাক্তার। তবে আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।

অন্তরার বাবা দেবজিত দাঁ বলেন, ‘ প্রত্যাশা পূরণে পড়াশুনা করেছে অন্তরা, সাফল্য পেয়েছে। আমি খুশি। আমি চাই ও একজন ভাল মানুষ তৈরি হোক।’ অন্তরা জানিয়েছে, সারাদিনে তিন থেকে চার ঘণ্টা পড়াশুনা করতো সে। এরই ফাঁকে রান্না করা, খেলাধুলা করা, বই পড়া এসব তো থাকতই। দিদিও ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। এক ভাই ক্লাস এইট এ পড়ে। স্কুলের শিক্ষকদের পাশাপাশি প্রতিটি বিষয়ের গৃহ শিক্ষক ছিল।