---Advertisement---

বর্ধমানে ট্রাফিক সচেতনতায় মূকাভিনয় ও মূক ও বধির মানুষের আবেদন যানবাহন নিয়ে যাতায়াতকারীদের প্রতি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোড জুড়ে পথ চলতি মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে বিরহাটা ও কেশবগঞ্জচটি সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে লাগাতার সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে সপ্তাহ জুড়ে। বুধবার জোড়ামন্দির এলাকায় যেমন কেশবগঞ্জ সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে মূকাভিনয় শিল্পীর মাধ্যমে পথচলতি মানুষ কে ট্রাফিক সচেতনতা নিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হল। উপস্থিত ছিলেন সাব ট্রাফিক গার্ডের অফিসার কল্যাণ রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে শহরের কার্জন গেট এলাকায় বিরহাটা সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে মুক, বধির ও অন্ধ ব্যক্তিদের মাধ্যমে পথ চলতি মানুষকে এই বিষয়ে সচেতন করার অভিনব উদ্যোগ নেওয়া হল। সেখানে মুক ও বধির ও অন্ধ ব্যক্তিরা পথচলতি মানুষ যারা হেলমেট না পড়ে, ট্রাফিক আইন না মেনে, বাইকে দুজনের বেশি যাত্রী বসিয়ে যাতয়াত করছেন তাদের থামিয়ে সচেতন করার চেষ্টা করেন।

ইশারায় তাঁরা বাইক ও চারচাকা গাড়ির আরোহীদের আবেদন জানায় হেলমেট পড়ে, শিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর জন্য। সঙ্গে ট্রাফিক আইন লেখা লিফলেটও তাদের হাতে তুলে দেন মূক ও বধির ও অন্ধ ব্যক্তিরা। ট্রাফিক ওসি চিন্ময় বন্দোপাধ্যায় জানান,” সারা সপ্তাহ জুড়ে এই সচেতনতা কর্মসূচি চলবে। সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করাই আমাদের উদ্দেশ্য। “

See also  বর্ধমানে শুরু হল প্রাক পুজো তাঁতবস্ত্র মেলা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---