ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোড জুড়ে পথ চলতি মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে বিরহাটা ও কেশবগঞ্জচটি সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে লাগাতার সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে সপ্তাহ জুড়ে। বুধবার জোড়ামন্দির এলাকায় যেমন কেশবগঞ্জ সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে মূকাভিনয় শিল্পীর মাধ্যমে পথচলতি মানুষ কে ট্রাফিক সচেতনতা নিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হল। উপস্থিত ছিলেন সাব ট্রাফিক গার্ডের অফিসার কল্যাণ রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
অন্যদিকে শহরের কার্জন গেট এলাকায় বিরহাটা সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে মুক, বধির ও অন্ধ ব্যক্তিদের মাধ্যমে পথ চলতি মানুষকে এই বিষয়ে সচেতন করার অভিনব উদ্যোগ নেওয়া হল। সেখানে মুক ও বধির ও অন্ধ ব্যক্তিরা পথচলতি মানুষ যারা হেলমেট না পড়ে, ট্রাফিক আইন না মেনে, বাইকে দুজনের বেশি যাত্রী বসিয়ে যাতয়াত করছেন তাদের থামিয়ে সচেতন করার চেষ্টা করেন।