---Advertisement---

আপনি কি রাস্তাঘাটে কান পরিষ্কার করাচ্ছেন? সাবধান। নষ্ট হয়ে যেতে পারে শ্রবণ শক্তি! জানুন কেন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: কানের ময়লা পরিষ্কার করাতে গিয়ে হাতুড়ের পাল্লায় পড়ে শেষমেষ একটা কানের পর্দাই নষ্ট হয়ে গেল এক ব্যক্তির। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে। চিকিৎসক ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জানিয়ে দিয়েছেন তার একটি কানের পর্দা নষ্ট হয়ে গেছে। ওই কানের শ্রবণ শক্তি হারিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পেশায় গাড়ি চালক শ্যামল প্রামাণিক বুধবার দুপুরে কাটোয়ার সিঙ্গি মোড় বাসস্ট্যান্ডে এক হাতুড়ের কাছে কান পরিষ্কার করাতে বসেছিলেন। ওই হাতুড়ে অত্যাধিক খোঁচাখুঁচি করার সময় হঠাৎই শ্যামলের কান থেকে রক্ত বের হতে শুরু করে। বিপাকে পড়ে এই সময় হাতুড়ে শ্যামলের কান থেকে রক্ত পড়া বন্ধ করতে ‘এম সিল’ আঠা কানের ছিদ্রে ঢুকিয়ে দেয় বলে শ্যামল বাবু দাবি করেন।

সেই মুহূর্তে সাময়িক রক্তপাত বন্ধ হয়ে গেলেও রাতে নিজের বাড়িতে শ্যামল বাবু কানের যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। বেগতিক দেখে তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন। এমনকি অস্ত্রোপচার করে কানের ভিতরের আঠা বের করতে পারলেও ওই যুবকের কানের পর্দা নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়ে দেন চিকিৎসক। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া শহরে।

মারাত্মক এই ঘটনার বিষয়ে অনেকেই জানিয়েছেন, যেখানে সেখানে এই হাতুড়ে মাদারি কান পরিষ্কার করার লোকেদের থেকে এড়িয়ে চলাই মঙ্গল। কারণ এই ধরনের লোকেদের নূন্যতম জ্ঞান নেই কানের ময়লা কিভাবে, কি উপায়ে, কোন উপকরণ দিয়ে পরিষ্কার করা উচিত। অল্প টাকায় কান পরিষ্কার করানোর লোভ সামলাতে না পেরে প্রায়ই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিপদে পড়ছেন। এই ধরনের ঘটনা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত বলেই মত প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল।

ছবি – ইন্টারনেট

See also  বর্ধমান মেডিকেল - করোনা পরিস্থিতির মাঝেও স্বাভাবিক শিশুর জন্মগ্রহণ, তবে নামকরণে অনীহা এই ইস্যুতে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---