স্বাধীনতার ৭৫বর্ষ – বর্ধমানের রাস্তায় দেশের সম্ভাব্য সর্ববৃহৎ জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রার আয়োজন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ রাত ১২টা বাজলেই গোটা দেশবাসী মেতে উঠবে স্বাধীনতার ৭৫বছর পূর্তির আনন্দে। আর দেশের এই স্মরণীয় দিনকে দেশবাসী নিজেদের জন্য চিরস্মরণীয় করে রাখতে নানান অভিনব পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যেই স্বাধীনতা দিবস উদযাপন কে কেন্দ্র করে দেশ তথা রাজ্য ও জেলার দিকে দিকে আবালবৃদ্ধবনিতার মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি ভারতের ৭৫বর্ষ পূর্তি উপলক্ষে ৫০০ মিটার লম্বা ও ৩মিটার চওড়া অর্থাৎ ১৫০০ স্কোয়ার মিটার পলিয়েস্টার ফেব্রিক কাপড়ের জাতীয় পতাকা তৈরি করে চমক দিতে চলেছে।

বিজ্ঞাপন

সমিতির সম্পাদক সন্দীপন সরকার বলেন, ” ব্রিটিশ দাসত্ব থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা আনতে যে সমস্ত বীর দেশবাসী নিজেদের বলিদান দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তাঁদের কে উৎসর্গ করার উদ্দেশ্যেই এই পতাকা তৈরির উদ্যোগ আমাদের। এখনও পর্যন্ত গোটা দেশে এতবড় পলিয়েস্টারের জাতীয় পতাকার নিদর্শন নেই। দেশের ৭৫বর্ষ স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমরা এই পতাকা উপহার দিচ্ছি। আগামীকাল সকালে এই পতাকা মাথায় করে প্রায় ৫০০ জন বর্ধমানের টাউন হল থেকে বাজেপ্রতাপুর পর্যন্ত হাঁটবেন দেশাত্মবোধক গানের তালে। আগামী দিনে আমাদের তৈরি এই পতাকা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস – এ ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছি।”

অন্যদিকে বর্ধমানের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকেও দেশের ৭৫বর্ষ স্বাধীনতা দিবস কে স্মরণীয় করে রাখতে প্রায় এক কিলোমিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে পুলিশ লাইন মোড় থেকে বড়নীলপুর মোড় পর্যন্ত রালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পতাকা বহন করবে স্কুলের ছাত্র ছাত্রীরা। এছাড়াও গোটা শহর জুড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে অগুণিত অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন বিদ্যালয় থেকে, ক্লাব, সমাজসেবী সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অসুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, দুঃস্থ দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া থেকে পথ শিশুদের নিয়ে নানান কর্মসূচি রয়েছে সারা দিনভর।

তবে ১৫আগস্ট সকালে এবছর বর্ধমানে মুখ্য আকর্ষণ হয়ে উঠতে চলেছে দুটি বিশালাকার জাতীয় পতাকার প্রদর্শন। স্বাধীনতা দিবসের দিন সকালে বর্ধমান শহরের রাস্তায় এতবড় জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা দেখতে কার্যত মুখিয়ে রয়েছে শহরবাসী। এরআগে বর্ধমান শহরে এত বড় আকারের জাতীয় পতাকা নিয়ে কোনধরনের প্রদর্শন দেখা যায়নি বলেই জানিয়েছেন শহরবাসীর অধিকাংশ।

আরো পড়ুন