---Advertisement---

বর্ধমানে তৃণমূল কর্মী খুনের ২৪ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার পলাতক অভিযুক্ত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের পারবিরহাটা এলাকায় শনিবার রাতে রুটি কিনে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী শুভাশিস মোহন্ত ওরফে কার্তিক কে খুনের ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল। ধৃতের নাম শংকর ঘোষ। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এদিন পুলিশ তাকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে। বিচারক ধৃতের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনার পর মৃত শুভাশিস মোহন্তর মা মন্দিরা মোহন্ত ছেলেকে খুন করা হয়েছে দাবি করে বর্ধমান থানায় অভিযোগ জানান। ধৃত শংকর ঘোষের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে পুলিশ। পাশপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক অভিযুক্ত শংকর ঘোষের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সে বর্ধমান শহরেই রয়েছে।

পুলিশ জানিয়েছে, শংকর বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর রবিবার রাতে বর্ধমান শহরের বাবুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে খুনে ব্যবহৃত বস্তু উদ্ধার করার চেষ্টা করা হবে।”

See also  জেলা বইমেলার মঞ্চে অনুপস্থিত জেলাশাসক, মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ উদ্বোধক গ্রন্থাগার মন্ত্রীর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---