অনলাইনে গাড়ি কেনাবেচায় প্রতারণা চক্রের হদিস, বর্ধমানে গ্রেপ্তার এক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অনলাইনে গাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের খপ্পরে পড়লেন বর্ধমানের বিবেকানন্দ কলেজ সংলগ্ন এলাকার একটি আবাসনের বাসিন্দা হিতেশ চৌধুরি। যদিও প্রতারিত হওয়ার আগেই প্রতারকের ফন্দি টের পেয়ে যাওয়ায় শেষমেষ প্রতারকই ধরা পড়ে গেল পুলিশের হাতে। বর্ধমান থানার পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করেছে। ধৃতের নাম অশোক গঙ্গোপাধ্যায়। বাড়ি কলকাতার বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুর মোড়ে। শনিবার ধৃতকে দশ দিনের হেফাজতে চেয়ে পুলিশ বর্ধমান আদালতে পেশ করলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের হদিশ পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, হিতেশ চৌধুরি কিছুদিন আগে  ‘ওএলএক্স’-এ গাড়ি বিক্রি করতে চেয়ে একটি অনলাইন বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে কিছুদিন আগে বুবাই দাস নামে এক ব্যক্তি হিতেশ বাবুর ফোনে ফোন করে গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করে। ওই ব্যক্তি জানায় সে গাড়ির ব্যবসা করে। বিজ্ঞাপনে দেওয়া গাড়িটি দেখতে অশোক গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তিকে তিনি বর্ধমানে  পাঠাবেন বলেও জানায়। গাড়ির দর দাম ঠিক হওয়ার পর বুবাই দাস একটি ৬লক্ষ ৬০হাজার টাকার ডিমান্ড ড্রাফটের ছবি হিতেশ বাবুর ফোনে পাঠিয়ে দেয়। আর এরপরই সেই ডিমান্ড ড্রাফট দেখে সন্দেহ হয় হিতেশ বাবুর। কারণ ডিমান্ড ড্রাফট টি ছিল সিটি ব্যাংক নামে একটি ব্যাঙ্কের। যে ব্যাংকটি বহু বছর আগেই এই দেশে ব্যবসা বন্ধ করে দিয়েছে। এমনকি ড্রাফটে বেশ কয়েকটি অসংগতি লক্ষ্য করেন তিনি। ফলে ড্রাফট টি জাল বলে হিতেশ বাবু নিশ্চিত হন।

শুক্রবার বুবাই দাসের কথা মতো অশোক গঙ্গোপাধ্যায় নামে ওই ব্যক্তি বর্ধমানে আসে। হিতেশবাবুকে নিয়ে গাড়ির ‘টেস্ট ড্রাইভ’-ও করে অশোক। এর পর সেই ব্যাঙ্ক ড্রাফট হিতেশবাবুকে দিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে অশোক। এই সময় স্থানীয়দের সাহায্যে অশোককে আটকে রেখে হিতেশবাবু বর্ধমান থানায় খবর দিলে পুলিশ এসে অশোক গঙ্গোপাধ্যায় কে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের দাবি, জেরায় অশোক প্রতারণার কথা স্বীকার করেছে। পুলিশ জানতে পেরেছে একটা বড় চক্র সক্রিয় রয়েছে এই ধরনের প্রতারণার কাজে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে চক্রের বাকি সদস্যদের সন্ধান পেতে চাইছে পুলিশ।

আরো পড়ুন