বর্ধমান মেডিক্যালের সাফল্য, বিনা রক্তপাতে শিশুর শ্বাসনালী থেকে বের করা হল বাঁশি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চার বছরের শিশুর শ্বাসনালী থেকে বের হল বাঁশি। চারদিন ধরে শ্বাসনালীতে আটকে থাকা বাঁশিকে বের করলেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। বিনা রক্তপাতে অস্ত্রোপচারে মাধ্যমে এই কর্মকান্ড সম্পন্ন করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা রিভু বাউরি(৪)। দিন চারেক আগে বাজারে কেনা চকলেটের সঙ্গে পাওয়া ছোট্ট বাঁশি সে গিলে ফেলে।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, বাঁশি বের হয়নি। কষ্ট পাচ্ছিলো শিশুটি। সঙ্গে গলা থেকে বাঁশির আওয়াজ আসছিল। সোমবার শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করা হয়। সোমবার বিকালে হাসপাতালে এলে প্রথমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং এক্স রে করা হয়। তারপর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বামদিকের শ্বাসনালীতে বাঁশিটি আটকে ছিল বলে দেখা যায়।

সোমবার রাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাক কান গলা বিভাগের চিকিৎসক ঋতম রায়,অসীম সরকার, এনেস্থিসিয়া বিভাগের সৌরভ দে সহ অন্যান্য চিকিৎসকদের নিয়ে গঠিত একটি টিম অস্ত্রোপচার করে। ঋতম রায় বলেন, রিজিড ব্রঙ্কোসকপি ( Rigid Bronchoscopy) বা বিনা রক্তপাতে অস্ত্রোপচার করে শিশুটির শ্বাসনালী থেকে বের হয় বাঁশিটি। আপতত শিশুটি সুস্থ আছে।

শিশুর মা উষা বাউরি বলেন, ‘বাঁশিটি গলায় ৪-৫ দিন আটকে ছিল। আমরা খুব ভয় পেয়েছিলাম। কিন্তু, বর্ধমান হাসপাতালে একটুও রক্তপাত না করে অস্ত্রোপচার করে আমার বাচ্ছার গলা থেকে বাঁশি বের করে দিয়েছে। আমরা হাসপাতালের কাছে কৃতজ্ঞ।’ এই প্রসঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান সোমনাথ সাহা বলেন, ‘ শিশুর শ্বাসনালী থেকে বাঁশি বের করার নজির আমরা রেখেছি। চিকিৎসকরা দক্ষতার সঙ্গে এই কাজ করলেন। চিকিৎসকদের ধন্যবাদ।’

আরো পড়ুন