---Advertisement---

বর্ধমানে বছরের প্রথম লোক আদালতের শুরুতেই উপচে পড়ল ভিড়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা আদালতের চলতি বছরের প্রথম লোক আদালত সংগঠিত হলো শনিবার। প্রথমদিনেই প্রায় ছয় হাজার মামলা গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। চলতি বছরে মোট চারটি লোক আদালতের আয়োজন করা হবে বলে আদালত জানিয়েছে।

বিজ্ঞাপন

উলেখ্য, শনিবার বর্ধমান পূর্ব বর্ধমান জেলা আদালতে মামালাকারিদের তিল ধারণের জায়গা ছিল না। পূর্ব বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদিকা সুতপা মল্লিক জানান, ‘ বিভিন্ন ধরণের মামলা এদিন আদালতে এসেছে। বিদ্যুৎ বিভাগ সংক্রান্ত মামলা, ছোটোখাটো ঝামেলা সংক্রান্ত মামলা, ব্যাংকের প্রি- লিটিগেশন মামলা, বৈবাহিক সম্পর্কগত মামলা সহ নানা ধরণের মামলা এদিন আদালতে এসেছে।

এই সমস্ত মামলার অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে বলে তিনি জানান। কিছু মামলা মিটতে কিছু সময় হয়তো লাগবে। তবে এদিন দারুণ সাড়া মিলেছে মামলাকারীদের পক্ষ থেকে। আশা করা যাচ্ছে আগামী মামলার দিনগুলোতেও আদালত এইভাবেই সক্রিয় ভূমিকা গ্রহণ করবে।’

See also  সরস্বতী বিসর্জনের পর বর্ধমানের জলাশয়গুলোতে দূষণ বাড়ছে!
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---