---Advertisement---

পন্থা পাল্টিয়ে পাখি পাচারের চেষ্টা, বর্ধমানে গ্রেপ্তার দুই পাচারকারী, উদ্ধার ১৪৮ টি টিয়া

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পন্থা পাল্টিয়েও রেহাই পেলো না চোরাই পাখি পাচারকারীরা। বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকা থেকে রবিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ বর্ধমান বিভাগীয় বন দপ্তরের আধিকারিকদের অভিযানে ১৪৮ টি বিশেষ প্রজাতির টিয়া পাখি (rosed–ring parakeet ) সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে অভিযুক্তদের বর্ধমান থানার পুলিশের অধীনে রেখে সোমবার সকালে বন দপ্তরের অফিসারেরা অভিযুক্ত দুই ব্যক্তিকে বর্ধমান আদালতের পেশ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইন মোতাবেক নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন বিভাগ। অভিযুক্ত দুই পাচারকারীর বাড়ি শহরের বাজেপ্রতাপপুর এলাকার দুবরাজদীঘি, কেন্দুলিপুকুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত ব্যক্তিদের নাম শাহাজাহান শেখ (৬২) ও শেখ সফিক (৩০)।

বিজ্ঞাপন

বন দপ্তর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার বিকেল থেকেই শহরের নবাবহাট মোড় থেকে রাজ কলেজ মোড় পর্যন্ত বিশেষ নজরদারি শুরু করা হয়। খবর ছিলো, আসানসোল থেকে দুই ব্যক্তি প্রচুর পরিমাণ টিয়া পাখির বাচ্চা তিনটি খাঁচায় নিয়ে বর্ধমানে আসছে। তবে ঠিক কোন সময় এবং কোথায় এই পাচারকারীরা নামবে সেটা নির্দিষ্ট করে জানা ছিলনা বন দপ্তরের আধিকারিকদের। এরপরই বিশেষ টিম তৈরি করে নবাবহাট থেকে কলেজ মোড় পর্যন্ত এলাকার সমস্ত বাস স্টপেজে নজরদারি শুরু করা হয় বিকেল থেকেই।

রাত প্রায় সাড়ে ৯ টা নাগাদ বাদশাহী রোডের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে দুই ব্যক্তিকে কয়েকটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন অফিসারেরা। সেইমত ওই ব্যক্তিদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ধৃতরা পালিয়ে যাবার চেষ্টা করে বলে অভিযোগ। তল্লাশিতে তাদের সঙ্গে থাকা ব্যাগে তিনটি খাঁচায় বন্দী মোট ১৪৮ টি রোজ রিং প্যারাক্রিট প্রজাতির টিয়া পাখির বাচ্চা উদ্ধার হয়। এরপরই গ্রেপ্তার করা হয় পাচারকারী দুই ব্যক্তিকে। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টিয়া পাখির বাচ্চা গুলোর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ দিন। এই প্রজাতির পাখি ’সিডিউল ২’ ক্যাটাগরির মধ্যে পড়ে। বর্তমানে পাখির ছানা গুলোকে রমনাবাগান জু এর মধ্যেই চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

See also  কাঁকসায় প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে দেদার বালি লুট, নির্বিকার প্রশাসন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---