---Advertisement---

গভীর রাতে বর্ধমানে জাতীয় সড়কের ধারে দুটি শোরুমে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গভীর রাতে দু’টি শোরুমের পিছনের জানালার রড কেটে দুটি জায়গা থেকে প্রায় চার লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরে মিরছোবা এলাকায়। সকালে শোরুম খুলতেই লন্ডভন্ড অবস্থা দেখে বর্ধমান থানার পুলিশ কে খবর দেয় দুটি শোরুমের মালিকেরা। দোকান দুটির সিসি ক্যামেরায় রীতিমত ধরা পড়লো দুঃসাহসিক সেই চুরির দৃশ্য।

বিজ্ঞাপন

শনিবার বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা দক্ষিণ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে শুক্রবার রাত আড়াইটা নাগাদ দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে একটি গাড়ির ব্যাটারি ও আরেকটি টায়ারের দোকানে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে এসে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছে। দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুই দুস্কৃতি জানলার রড কেটে দোকানের ভিতরে ঢুকে জিনিসপত্র ওলটপালট করছে। দুষ্কৃতীদের মুখ খোলা অবস্থায় রয়েছে।

একটি দোকানের মালিক শ্রীকান্ত পাল জানিয়েছেন, দুস্কৃতিরা জানালার রড কেটে ভিতরে ঢোকে। প্রায় দু’লক্ষ টাকা নগদ চুরি গিয়েছে। ওপর দোকানের মালিকও প্রায় একই অভিযোগ এনেছেন, তিনি জানিয়েছেন ক্যাস বাক্স ভেঙে দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকা নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসি টিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

See also  জন্ম শংসাপত্র জাল করে নাবালিকাকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার যুবক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---