---Advertisement---

বর্ধমানে ভোটার তালিকা সংশোধন নিয়ে পথনাটিকার মাধ্যমে সচেতনতা কর্মসূচি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি হলো বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে। এদিন নবাবহাট, বর্ধমান রেল স্টেশন এবং কার্জন গেটে পথনাটিকার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। নাম সংশোধন, বাসস্থান সংশোধনের জন্যে কোন ফর্ম ফিলাপ করতে হবে, কোথা থেকে ফর্ম পাওয়া যাবে ইত্যাদি বিষয়ক তথ্য দিয়ে পথনাটিকার মাধ্যমে জননমানসে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে এক দল কিশোর কিশোরী।

বিজ্ঞাপন

পথনাটিকায় অংশগ্রহন করেছিল বেশ কয়েকজন কিশোর, কিশোরী। তারা হল অনিমেষ মন্ডল, পমি মাহাতো, সঞ্চিতা গুপ্তা, সঞ্জনা মন্ডল, বর্ষা মন্ডল প্রমুখ। নাটক পরিচালনায় ছিলেন সৌভিক বিশ্বাস। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল বলেন, ‘মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতেই এই পথনাটকের আয়োজন করা হয়েছে। ভালো সাড়া পাওয়া গেছে।

See also  বিজেপিকে একটি ভোটও নয় – পোষ্টার ঘিরে সরগরম বর্ধমান শহর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---