বিশ্ব রক্তদাতা দিবস – বর্ধমানের বাবু কে ১১৩ বার রক্তদানের স্বীকৃতি রাজ্যের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১১৩ বার রক্তদান করার কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হলো বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আশরাফউদ্দিন ওরফে বাবু কে।

বিজ্ঞাপন

শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে কলকাতার স্বাস্থ্য ভবনে একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ২০ জন বিশিষ্ট রক্তদাতা কে সম্বর্ধনা জ্ঞাপন করে। পূর্ব বর্ধমান থেকে আশরাফউদ্দিন সাহেব একমাত্র ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যিনি এখনও পর্যন্ত ১১৩ বার রক্তদান করেছেন। 

আশরাফউদ্দিন সাহেব জানিয়েছেন, আমৃত্যু তিনি মানুষের রক্তের প্রয়োজনে রক্তদান করে যেতে চান। শুধু রক্তদান নয়, সারা বছর জেলা সহ পার্শ্ববর্তী অন্যান্য জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করেও রক্তের সংকট মেটাতেও তিনি অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে সম্মান আজ দিয়েছে এতে আগামী দিনে এই মহৎ কাজ যাতে আরো সুচারু ভাবে করে যাওয়া যায় সেক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।

আরো পড়ুন